ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বৈরী আবহাওয়ায় বাংলাবাজার-শিমুলিয়ায় নৌযান চলাচল বন্ধ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ জুন ২০২২ ২৩:২৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ জুন ২০২২ ২৩:২৭

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বৈরী আবহাওয়ার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল।

বৃহস্পতিবার (৯ জুন) বেলা সাড়ে ১১টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝড়ো বাতাসের কারণে উত্তাল হয়ে উঠে পদ্মা নদী। তাই নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা বিপাকে পড়েছেন শিবচরের বাংলাবাজার ঘাটে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, আবহাওয়া বৈরী হওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে সব লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু করবে।



আপনার মূল্যবান মতামত দিন: