ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

হজযাত্রীদের জন্য ১১ জুন ব্যাংক খোলা রাখার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ জুন ২০২২ ২০:৩৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ জুন ২০২২ ২০:৩৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : হজযাত্রীদের টাকা সৌদি আরবে পাঠানোর সুবিধার্থে শনিবার (১১ জুন) হজ কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (৮ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘হজ ফ্লাইট গত ৫ জুন থেকে শুরু হয়েছে। সেই লক্ষ্যে ২০২২ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিগুলো তাদের নিবন্ধিত হজযাত্রীর বিপরীতে প্রয়োজনীয় অর্থ নিজ নিজ আইবিএএন (আন্তর্জাতিক ব্যাংক হিসাব নম্বর) ব্যবহার করে সৌদি আরবে পাঠানোর কার্যক্রম চলমান। এ অর্থ পাঠানোর কার্যক্রম আগামী ১১ জুন সরকারি ছুটির দিনেও চলমান থাকবে। এ কার্যক্রম সম্পন্নের সুবিধার্থে এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে আগামী ১১ জুন হজ কার্যক্রমে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকল খোলা রাখা একান্ত প্রয়োজন।’

তাই সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলো আগামী ১১ জুন (শনিবার) খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানানো হয় চিঠিতে।



আপনার মূল্যবান মতামত দিন: