ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঝিনাইদহে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ২ জন নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ জুন ২০২২ ২০:০৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ জুন ২০২২ ২০:০৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানচালক বিল্লাল হোসেন (৪৫) ও হেলপার উজ্জ্বল হোসেন (৩০)। বিল্লাল পাবনা শহরের ভাঙ্গুড়া ও উজ্জ্বল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ বাসিন্দা।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, রাজশাহীর বাঘা বাজার থেকে ছেড়ে আসা আমবোঝাই একটি পিকআপ ভ্যান বরিশাল যাচ্ছিল। পথে চাঁদপুর নামক স্থানে পৌঁছালে দাঁড়িয়ে থাকা বালিভর্তি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটি। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: