ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় গাফিলতির প্রমাণ পেলে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ৭ জুন ২০২২ ০৩:৩০

আল আমিন
প্রকাশিত: ৭ জুন ২০২২ ০৩:৩০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :  সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় অবহেলা বা দায় থাকলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার দুপুর পৌনে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দগ্ধ রোগীদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে যদি কোন ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া যায়, সে যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে দুপুরে ২টার দিকে সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেন তিনি। এ সময় সেনা, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলেন।

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনের পর বিস্ফোরণে নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত তিন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৪১ জন বলে জানিয়েছে প্রশাসন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: