ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ধর্ষণ মামলায় রূপগঞ্জে ছয় আসামির মৃত্যুদণ্ড

আল আমিন | প্রকাশিত: ৭ জুন ২০২২ ০২:২২

আল আমিন
প্রকাশিত: ৭ জুন ২০২২ ০২:২২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত খাদিজা বেগম হত্যা মামলার রায়ে ছয় ভাড়াটিয়া খুনিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন।

এ সময় ছয় আসামির মধ্যে আদালতে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম (৩০), জামাল হোসেন (২০) ও সুমন (৩১)। পলাতক ছিলেন- আরেক সুমন, লোকমান ও শফিক।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৯ সালের ১১ আগস্ট রূপগঞ্জ উপজেলার গঙ্গানগর গ্রামে আব্দুর রহমান ও তার স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ দেখা দেয়। এতে আব্দুর রহমান তার স্ত্রী খাদিজাকে হত্যা করতে উল্লেখিত ছয় খুনিকে ১০ হাজার টাকায় ভাড়া করেন।

আসাদুজ্জামান আরও জানায়, পরে পরিকল্পনা অনুযায়ী ভাড়াটে খুনিরা আবদুর রহমানের সহায়তায় ২০০৯ সালের ১১ আগস্ট খাদিজাকে রাজধানীর একটি নির্জন স্থানে ডেকে নিয়ে গণধর্ষণের পর হত্যা করে। তবে চুক্তি অনুযায়ী আবদুর রহমান ভাড়াটে খুনিদের পাওনা দশ হাজার টাকা না দেয়ায় তাকেও সেখানে খুন করা হয়। পরে ভাড়াটে খুনিরা স্বামী-স্ত্রীর মরদেহ একটি ডোবায় ফেলে গুম করে পালিয়ে যায়।

এ ঘটনায় খাদিজার বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে রায় ঘোষণা করলেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: