ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বর্গে যাওয়ার কারণ হতে পারে পদ্মাসেতু: পরিকল্পনামন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৬ জুন ২০২২ ০৪:৩৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৬ জুন ২০২২ ০৪:৩৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, কোন একটি কাজের জন্য যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বর্গে যাওয়ার সুযোগ থাকে, তা হবে পদ্মাসেতু।

রবিবার (৫ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘উপকূলীয় এলাকার দুর্যোগ নিরসনে আধুনিক আশ্রয়কেন্দ্র নির্মান, বিশুদ্ধ সুপেয় পানি নিশ্চিতকরণ, বাঁধ পূণঃনির্মাণ, উন্নত স্যানিটেশন সহ নানা সুবিধা নিশ্চিত করতে হবে।’

আলোচনা সভায় বক্তারা বলেন, আইলা ও আম্ফানের ক্ষত এখনও উপকূলীয় এলাকার মানুষ বয়ে বেড়াচ্ছে। এসব সংকট নিরসনসহ বাজেটে উপকূলীয় এলাকার মানুষের জন্য উপযোগী বাজেট বরাদ্দ কামনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: