
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বিস্তার লাভ করছে। মোটামুটি সক্রিয় এই মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকাসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
এ ছাড়া সারা দেশে আগামী ২৪ ঘণ্টা দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩ দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (৩ জুন) সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় কক্সবাজারের টেকনাফে সর্বোচ্চ ১৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া কক্সজাবারে ৯০, সিলেটে ৫৬, ফেনী ও দিনাজপুরে ৪৭, বগুড়ায় ৩০, চট্টগ্রামে ২৭, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৬, ময়মনসিংহে ১৪, রাঙ্গামাটি ও নোয়াখালীর মাইজীকোর্টে ১৩, ঢাকা ও নোয়াখালীর হাতিয়ায় ১২ এবং পটুয়াখালীর খেপুপাড়ায় ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় কিশোরগঞ্জের নিকলি, নেত্রকোনা, চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড, কুমিল্লা, নওগাঁর বদলগাছী, রংপুর, নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা, কুড়িগ্রামের রাজারহাট, বাগেরহাটের মোংলা, পটুয়াখালী এবং ভোলায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আপনার মূল্যবান মতামত দিন: