
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ত্রিশাল থানার এসআই নাজমুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন আইরিন সুলতানা (৩০) ও আবু সিদ্দিক (৪৮)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিপাড়া সড়কে এ বীররামপুর ভাটিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এসআই নাজমুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। তাদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। দুর্ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন।
তিনি আরও জানান, ত্রিশালের বালিপাড়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বীররামপুর ভাটিপাড়া নামক স্থানে এলে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। তবে নিহত আইরিন ও আবু সিদ্দিকের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: