ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২ জুন ২০২২ ২১:২২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২ জুন ২০২২ ২১:২২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের ফুলবাড়ীতে চাল বোঝাই ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহতরা হলেন- ফুলবাড়ী শিবনগরের এলাকার বুলবুল আহম্মেদের ছেলে তাজিম আহম্মেদ (১৭) ও বাসুদেবপুর গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে সবুজ (২৪)। গুরুত্বর আহত খলিদ (১৮) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (০২ জুন) রাত আড়াইটার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের নিমতলা উর্বশী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ভোররাত আড়াইটার দিকে সবুজ তার মোটরসাইকেলে আরো ২ জনকে নিয়ে নিমতলা মোড় থেকে সুজাপুর যাচ্ছিলেন। পথে দিনাজপুর-ঢাকা মহাসড়কের নিমতলা উর্বশী সিনেমা হলের সামনে অপর দিক থেকে আসা চাল বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হন। আহত একজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: