
নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীতে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেকজন।
বুধবার (১ জুন) সকাল সোয়া ৯টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মশিরন বিবি (৫৮), মরিয়ম (৪০), ইউসুফ (০৭), নয়ন (০৮), শিলা (১৮) ও অটোরিকশাচালক নাসির (৩৪)। নিহতদের সবার বাড়ি রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলায়।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রহমান জানান, ট্রাকটি কুষ্টিয়া থেকে রাজবাড়ী যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
হতাহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: