
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার দুপুরে শহরে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি এবং বিএনপি নেতাকর্মীদের দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে এই ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (৩১ মে) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ঝাঁড়ু মিছিলটি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু, সাবেক সহ-সভাপতি শাহনাজ খান নার্গিস ও শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী তালুকদার।
আজকের প্রতিবাদ সভায় জেলা ও শহর মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিদশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: