ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মির্জা ফখরুলকে ওবায়দুল কাদেরের কঠোর বার্তা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩১ মে ২০২২ ২২:৫৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩১ মে ২০২২ ২২:৫৭

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিকেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কঠোর বার্তা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুলকে বলে দিচ্ছি আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে যদি খেলেন পরিণতি হবে ভয়াবহ। পরিষ্কার বলে দিচ্ছি।

মঙ্গলবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই বার্তা দেন।

ওবায়দুল কাদের বলেন, ছাত্রদলকে ব্যবহার করে বিএনপি ক্যাম্পাস অশান্ত করার চেষ্টা করেছে। পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের সামনে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিবেন আ’লীগ কি মরে গেছে? আ’লীগ কি রাজপথ কাউকে ইজারা দিয়েছে। আ’লীগ রাজপথ থেকে এসেছে, রাজপথে আছে। আন্দোলনের নামে আগুন সন্ত্রাসের জবাব আমরা রাজপথে দিবো।

পদ্মা সেতু উদ্বোধনে বিএনপিকে দাওয়াত দেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা পদ্মা সেতু নিয়ে কত বিদ্রুপ, ঠাট্টা করেছেন। বেগম খালেদা জিয়া বলেছেন, পদ্মা সেতুতে উঠবেন না, পড়ে যাবেন। আজ শেখ হাসিনার হিমালয় সমান দৃঢ়তার কারণে পদ্মা সেতু হয়েছে। এখন তাদের বুকে বিষ জ্বালা ধরেছে।

ওবায়দুল কাদেরের সূচনা বক্তব্যের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আ’লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আ’লীগের যৌথ সভা শুরু হয়।

জানা গেছে, সভায় আগামী ২৩ জুন আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের কার্যক্রম এবং মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনগুলোর সম্মেলন বিষয়ে মহানগর আ’লীগ ও সহযোগী সংগঠন সমূহকে নির্দেশনা দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: