
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে আজ রবিবার ২৮টি স্বর্ণের বারসহ (প্রায় তিন কেজি সমপরিমাণ) এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসব স্বর্ণের বাজারমূল্য দাম প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা।
রোববার (২৯ মে) সকাল ১০টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৬৯ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।
জানা গেছে, ওই যাত্রীর নাম শফি আলম। তার লাগেজ থেকে ২৮ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের ১০টা ২০ মিনিটের ফ্লাইটে তিনি চট্টগ্রামে পৌঁছান। অভিযুক্ত শফি আলমের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কাস্টমের ডেপুটি কমিশনার মোহাম্মদ নিয়ামুল হাসান গণমাধ্যমকে জানান, জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৩৬৯ ফ্লাইটে দেশে আসেন যাত্রী শফি আলম। তার লাগেজ স্ক্যান করে সন্দেহজনক বস্তুর উপস্থিতি পাওয়া যায়। পরে সেই লাগেজে থাকা ইস্ত্রি, লাইটার ও চার্জারের ভেতর থেকে ২৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: