
নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে এবং শিক্ষাঙ্গনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের অভিপ্রায় বাস্তবায়ন হবে না।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। শেখ হাসিনার নেতৃত্বে এদেশ শান্তিতে এগিয়ে চলছে বলে উন্নয়ন হচ্ছে। মানুষের জীবন মান উন্নিত হচ্ছে। অতএব যারা এদেশে দুঃশ্বাসন চালিয়েছে, সেসব অপশক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করে তাদের অন্যায় কিছু সুবিধা আদায়ের চেষ্টা করছে। তাদের সেই অপচেষ্টা নিশ্চয়ই সফল হবে না।
রবিবার (২৯ মে) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, তারা সবসময় তাদের অপরাজনীতি দিয়ে শিক্ষাঙ্গনকে উশৃঙ্খল-বিশৃঙ্খল এবং রক্তাক্ত করতে অতীতে যেভাবে অপচেষ্টা চালিয়েছে, এখনো সেই অপচেষ্টা চালাচ্ছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সচেতন এবং ছাত্র সমাজ সেটিকে প্রতিহত করবে।
আপনার মূল্যবান মতামত দিন: