ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শহীদ মিনারে গাফফার চৌধুরীর মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আল আমিন | প্রকাশিত: ২৯ মে ২০২২ ০০:৩৭

আল আমিন
প্রকাশিত: ২৯ মে ২০২২ ০০:৩৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  কেন্দ্রীয় শহীদ মিনারে খ্যাতনামা সাংবাদিক, কলামিস্ট, লেখক ও একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

শনিবার (২৮ মে) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ আনা হলে শত শত মানুষ শ্রদ্ধা জানানোয় অংশ নেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গাফফার চৌধুরীর মরদেহ লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে গাফফার চৌধুরীর জানাজার নামাজ হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। গাফফার চৌধুরীর ইচ্ছা অনুযায়ী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ মে ভোরে স্থানীয় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল গাফফার চৌধুরী।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: