ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

২৯ জন নাবিকসহ ইউক্রেনে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ

বিদেশ বার্তা | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩০

বিদেশ বার্তা
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩০

বাংলার সমৃদ্ধি

ইউক্রেনের অলভিয়া সমুদ্র বন্দরে যুদ্ধের কারণে আটক পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার সমৃদ্ধি। ২৯ জন বাংলাদেশি নাবিক রয়েছেন জাহাজটিতে।

যুদ্ধ শুরুর আগে এসব নাবিক পণ্য নিয়ে ওই বন্দরে পৌঁছান পরে তারা সেখানে আটকে আছেন। বিষয়টি রোববার (২৭ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

তিনি বলেন, বাংলার সমৃদ্ধি জাহাজটি অলিভিয়া বন্দরে নোঙর করা আছে। যুদ্ধ শুরু হওয়ার আগে জাহাজটি জেটিতে অবস্থান করছিল। পরে জেটি থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়।

তবে এখন জাহাজটিকে পরিস্থিতি বিবেচনায় আগের অবস্থানে থাকতে বলা হয়েছে। জাহাজটিতে মোট ২৯ জন নাবিক রয়েছেন। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তারা সবাই নিরাপদে আছেন।



আপনার মূল্যবান মতামত দিন: