ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

১০ বছর দণ্ডপ্রাপ্ত হাজী সেলিম কারাগারে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৩ মে ২০২২ ০৩:৪৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৩ মে ২০২২ ০৩:৪৫

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মামলায় ১০ বছর দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এর ফলে জেলেই যেতে হচ্ছে ঢাকা-৭ আসনের এই সংসদ সদস্যকে।

রবিবার (২২ মে) দুপুরে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সাজা পাওয়া ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। তার পরই তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত।

গত ১৫ মে হাজী সেলিমের আইনজীবী মোহাম্মাদ সাইদ আহমেদ রাজা বলেন, ‘২২ মে হাজী সাহেব আত্মসমর্পণ করবেন। আমি বার কাউন্সিলের নির্বাচনে ভোট চাইতে এই মুহূর্তে অবস্থান করছি সিলেট। এ সপ্তাহের পুরো সময় সিলেটেই থাকবো। আমি আসার পর আগামী রোববার হাজী সাহেব আত্মসমর্পণ করবেন।’

এই আইনজীবী বলেন, আমার মক্কেল দুদকের মামলায় একটি ধারায় বিচারিক আদালতে খালাস পেয়েছেন। সেই খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুদক। এই আপিল বিষয়ে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নেব। আর যে ধারায় হাজী সেলিমকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে, সেই সাজার রায়ের বিরুদ্ধেও আপিল করব।

এর আগে ১০ মে হাজী সেলিমকে দুদকের মামলার একটি ধারায় খালাস দিয়ে রায় বাতিল চেয়ে লিভ টু আপিল করে দুদক।



আপনার মূল্যবান মতামত দিন: