
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘তথাকথিত বুদ্ধিজীবী জাতীয় সরকার, অন্তবর্তীকালীন সরকারের স্বপ্ন দেখে তাদের জনভিত্তি নেই। তারা মনে করে অনির্বাচিত সরকার হলেই তারা ক্ষমতায় বসে যাবে। এ জন্য নানা ফর্মলায় তারা দিয়ে বেড়াচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশে ১/১১ হওয়ার আর সম্ভাবনা নেই। এই বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার বা জাতীয় সরকার আর হবে না। এই বাংলাদেশ সংবিধান অনুযায়ীই চলবে।’
আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুবউল আলম হানিফ। রাজধানীর সবুজবাগ এলাকার বালুর মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপিকে অসাংবিধানিক পথ ছেড়ে দিয়ে সংবিধান মেনে এই সরকারের আমলেই নির্বাচনে আসতে হবে। লাখো শহীদের রক্তেভেজা এই সংবিধানকে অবজ্ঞা করার এখতিয়ার কারও নেই।
তিনি বলেন, ‘তারা (বিএনপি) বলছে এই সরকারের অধীনে নির্বাচনে যাবো না। তাহলে কোন সরকারের অধীনে নির্বাচনে যাবেন? আপনারা যদি সংবিধান মানেন তাহলে সংবিধান অনুযায়ীই এই সরকারের অধীনে নির্বাচনে যেতে হবে। এর কোনো বিকল্প নেই।’
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক, ‘যারা এই দেশের নাগরিক, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের সংবিধান অনুযায়ী চলতে হবে। মির্জা ফখরুল সাহেবদের বলব, অসাংবিধানিক কথাবার্তা বন্ধ করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জয়লাভ করার ইচ্ছা থাকে তাহলে নির্বাচনে অংশ নিন। আপনারা যদি মনে করেন আপনাদের জনভিত্তি বা জনসমর্থন আছে নির্বাচন এলে নির্বাচনে অংশ নিয়ে দেখুন জনগণ আপনাকে চায় কিনা।’
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: