
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি এলাকায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন। মৃত তিন শিশু হলেন- তাওহিদা বেগম (১১), রিপা বেগম (১২) ও আমিরুল (১১)।
বৃহস্পতিবার (১৯ মে) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আজ সকাল থেকে ১৫-২০ জন চিনাবাদাম তোলার কাজ করছিলেন। হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি। এক পর্যায়ে আকস্মিক বজ্রপাতে ক্ষেতেই তিন শিশু মারা যান। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়ে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, ক্ষেত থেকে বাদাম তুলার সময় বজ্রপাতে তিন শিশু মারা যায় ও ১০ জন আহত হন। হতাহতদের তার ব্যক্তিগত তহবিল থেকে নিহতদের পরিবারকে নগদ ৫ হাজার টাকা ও আহতদের চিকিৎসার খরচ দেবেন তিনি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রায়হান কবীর বলেন, বজ্রপাতে যারা মারা গেছেন তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: