ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পত্তির মৃত্যু, ঝলসে গেছে শিশু

আল আমিন | প্রকাশিত: ১৯ মে ২০২২ ০৭:৩১

আল আমিন
প্রকাশিত: ১৯ মে ২০২২ ০৭:৩১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: খুলনার ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অভিজিত বিশ্বাস (৩৬) ও তার স্ত্রী সুন্দরী বিশ্বস(২৫) মারা গেছেন। বুধবার বিকালে গুটুদিয়া ইউনিয়নে কুলটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অভিজিত বিশ্বাস পেশায় একজন ভ্যানচালক। ব্যাটারি চালিত ভ্যান চালান তিনি। ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য আলাদা বৈদ্যুৎ লাইন নিয়েছিলেন। ওই লাইনের তার ছিড়ে ঘরের টিনের ওপর পড়ে। এতে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়। দুপুরের দিকে ভাত খাওয়ার জন্য রান্না ঘরে গেলে সেখানেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা শিশুর কান্না শুনে বাড়িতে এসে দেখেন দুইজনকে বিদ্যুৎস্পৃষ্ট দেখতে পায়। এ সময় তাদের তিন বছর বয়সী শিশু অর্ণা বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে আহত হয়। তাৎক্ষণিক তারা বাড়ির প্রধান সুইচ (মেইন সুইচ) বন্ধ করে ওই দুইজনকে উদ্ধার করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে শিশুটি এখন আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই ঘটনায় ডুমুরিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: