
নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরের জলীয়বাষ্প বাংলাদেশে প্রবেশ করছে। যার ফলে দেশের তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
বুধবার (১৮ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছানাউল হক মন্ডল বলেন, দেশব্যাপী দক্ষিণের বাতাস বইছে। যার ফলে বঙ্গোপসাগরের জলীয়বাষ্প বাতাসের সঙ্গে যুক্ত হয়ে দেশে প্রবেশ করছে। এছাড়া দেশের অভ্যন্তরের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আবহাওয়ায় জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যায়। এই দুই কারণেই তাপমাত্রা সহনীয় পর্যায় থাকলেও ভাপসা গরম অনুভূত হচ্ছে।
সকালের আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া, নোয়াখালী, খুলনা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় দেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: