ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাজার অসাধু ব্যবসায়ীদের দখলে: খেলাফত মজলিস

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৬ মে ২০২২ ০৩:২১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৬ মে ২০২২ ০৩:২১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশবাসীর নাভিশ্বাস উঠেছে। সয়াবিন তেলের অভাবনীয় মূল্যবৃদ্ধির পর নতুন করে পেঁয়াজ, রসুন, আদাসহ সব নিত্যপণ্যের দাম বাড়ছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বাজার অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের দখলে চলে গেছে।

রবিবার (১৫ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে কেন্দ্রীয় তরবিয়তী মজলিসে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ ইসহাক বলেন, ১১৬ আলেম ও ইসলামি বক্তাকে হেয়প্রতিপন্ন করে দুদকের মিথ্যা অভিযোগ দায়ের ইসলাম বিদ্বেষী চক্রের ধারাবাহিক ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। তথাকথিত গণকমিশনের ইসলাম ও আলেম বিদ্বেষী কর্মকাণ্ড কোনভাবেই মেনে নেওয়া যাবে না। অতীতে যারা ইসলামকে স্তব্ধ করে দিতে চেয়েছে তারাই স্তব্ধ হয়ে গেছে। ইসলামি বক্তারা আবহমান কাল থেকে ধর্মীয় সভা, ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে ন্যায় ও সত্যের দিকে, শান্তির ধর্ম ইসলামের দিকে উদ্বুদ্ধ করে আসছেন। ওয়াজ মাহফিল বন্ধের ষড়যন্ত্র তৌহিদি জনতা রুখে দেবে।

তরবিয়তী মজলিসে আরো উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন ও মাওলানা সাইফউদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: