ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সাত বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৪ মে ২০২২ ২২:৫০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৪ মে ২০২২ ২২:৫০

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকার অদূরে অবস্থানরত লঘুচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

ওই লঘুচাপের প্রভাবে দেশে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি ও বজ্রসহ বৃ্ষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী বর্ষণ হতে পারে।

আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

শনিবার ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।;যা অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: