
নিজস্ব প্রতিবেদক: ঈদ পুনর্মিলন উৎসবে বিএনপি নেতাদের ওপর হামলাকারীরাই উল্টো উত্তম-মাধ্যম খেয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘প্রতিরোধ শুরু হয়ে গেছে, এখন প্রতিঘাত করতে হবে আমাদের।
আমাদের পার্টি অফিসের সামনে মিছিল করতে দেয় না। এগুলো কিসের আলামত। সময় এসেছে, আমরা আর মিছিল-মিটিং এর অনুমতি নেবো না।’
বৃহস্পতিবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘যেখানে হামলা হয়েছে সেখানে প্রতিরোধ শুরু হয়েছে। এখন প্রতিঘাত করতে হবে।’
দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না এবং আসন ভাগাভাগির নির্বাচনও এদেশে হতে দেওয়া হবে না।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ভিপি জয়নাল, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: