ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সাতটি কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ হারাচ্ছে বাংলাদেশ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১২ মে ২০২২ ০২:৫৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১২ মে ২০২২ ০২:৫৭

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে ৭টি সমস্যার কথা তুলে ধরলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মার্কিন বিনিয়োগ থেকে বাংলাদেশ বঞ্চিত হওয়ার কারণ গুলো তুলে ধরেন তিনি।

বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে। তবে এই আগ্রহ কাজে লাগাতে অনেক কাজ করতে হবে বাংলাদেশকে। তার মতে মার্কিন বিনিয়োগ পেতে হলে বাংলাদেশকে সাত বিষয়ে উন্নতি করতে হবে। এগুলো হলো- শ্রম অধিকার, কাজের পরিবেশ, আইনের প্রয়োগ, নীতির ধারাবাহিকতা, মেধাস্বত্বের সুরক্ষা, দ্রুত বিরোধ নিষ্পত্তি, ব্যবসা শুরুর প্রক্রিয়া দ্রুত ও সহজ করা।

পিটার হাস বলেন, শ্রম অধিকার ও কাজের পরিবেশ উন্নত না হলে ভবিষ্যতে শুল্কমুক্ত সুবিধা পাওয়া বাংলাদেশের জন্য কঠিন হবে। এই সমস্যার কারণে ডেভেলপমেন্ট ফিনান্স করপোরেশন ডিএফসির ঋণ পাচ্ছে না বলেও জানান তিনি।

এসময় মার্কিন ব্যবসায়ীরা জানান, উল্লেখিত সমস্যার সমাধান হলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য তিনগুণ হবে।



আপনার মূল্যবান মতামত দিন: