ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশে আবারো কমলো স্বর্ণের দাম

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ মে ২০২২ ১৮:২৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ মে ২০২২ ১৮:২৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববাজারে সোনার দরপতন হওয়ায় দুই সপ্তাহের ব্যবধানে দেশে ভরিতে ১,১৬৬ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এখন ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৭৬,৫১৬ টাকা ভরি।

বুধবার (১১ মে) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস। এর আগে গত ২৬শে এপ্রিল আরেক দফা স্বর্ণের দাম কমানো হয়েছিল। তবে রুপার দাম অপরিবর্তীত থাকছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি সোমবার (১০ মে) বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বুলিয়ান মার্কেটে স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ১১ই মে থেকে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী- সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১,১৬৬ টাকা কমিয়ে করা হয়েছে ৭৬,৫১৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক ১,১৬৬ টাকা কমিয়ে ৭৩ হাজার ১৭ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬২,৬৩৬ টাকা করা হয়েছে

সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮৭৬ টাকা কমিয়ে করা হয়েছে ৫২,১৯৬ টাকা।



আপনার মূল্যবান মতামত দিন: