ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কচুরিপানা থেকে নবজাতকের লাশ উদ্ধার

আল আমিন | প্রকাশিত: ১১ মে ২০২২ ০৩:৩১

আল আমিন
প্রকাশিত: ১১ মে ২০২২ ০৩:৩১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  রংপুর নগরীর সেনপাড়া করণজাই সড়কের পাশের একটি পুকুরের কচুরিপানা থেকে এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নবজাতকের বয়স ২-৩ দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২দিকে করণজাই রোড সংলগ্ন জামাল মিয়ার পুকুরে কচুরিপানার ওপর নতুন একটি লুঙ্গি দেখতে পান এক নারী। এরপর তিনি বিষয়টি আশেপাশের লোকজনকে জানান। তখন এক যুবক পুকুরে নেমে লুঙ্গিটা টানতেই এক ছেলে নবজাতকের লাশ বেরিয়ে আসে। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, নবজাতকের বয়স ২ থেকে ৩ দিন হতে পারে। ময়নাতদন্ত ও ডিএনএ রাখার পরে নবজাতকে দাফন করা হবে। সন্দেহভাজনদের ডিএনএ টেস্টের মাধ্যমে নবজাতকের অভিভাবককে খুঁজে বের করার প্রস্তুতি চলছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: