
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় আলোচিত তিন খুনের মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মে) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
কুষ্টিয়া জজকোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী গণমাধ্যমকে বলেন, কুষ্টিয়ায় তিন খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এসময় ১১ জন আসামিকে বেকসুর খালাস দেন আদালত।
আপনার মূল্যবান মতামত দিন: