ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১০ মে ২০২২ ০৩:৫৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১০ মে ২০২২ ০৩:৫৬

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের সরিষাবাড়ীতে ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ গেল আলী হাসান (৩৫) সুলতান মিয়া (৩৩) নামের দুই মোটরসাইকেল আরোহী দুই যুবককের।

সোমবার (৯ মে) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার স্বপ্ননীল পার্ক সংলগ্ন জামতলা রেলক্রসিংয়ে আসা মাত্রই দ্রুতগামী ট্রেনের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। দুজনই ছিটকে পড়ে এবং ঘটনার স্থানে তাদের মৃত্যু হয়।

নিহত আলী হাসান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মোনাকষা হাট পাচিল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। সে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের মিটার টেষ্টিং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। অপর জন স্থানীয় ইলেকট্রিশিয়ান সুলতান মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বিল পাড় গ্রামের মজিবর রহমান এর ছেলে। তারা দুজনে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিস থেকে ডোয়াইল ইউনিয়নে মিটার রিডিং সংগ্রহ করতে যাওয়ার সময় সরিষাবাড়ী রেলওয়ে ষ্ট্রেশন থেকে ছেড়ে যাওয়া বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনগামী ট্রেনটি পথিমধ্যে সরিষাবাড়ী পৌর সভার সাতপোয়া স্বপ্ননীল পার্কের পশ্চিম পাশে জামতলী এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে যায় এ দূর্ঘটনা ঘটে। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা:নুসরাত জামান তাদেরকে মৃত ঘোষণা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: