ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও কার্যক্রম শেষ পর্যায়ে: দিপু মনি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ মে ২০২২ ০১:৫৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ মে ২০২২ ০১:৫৭

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও কার্যক্রম শেষ পর্যায়ে। যে কোনো সময় ঘোষণা দেওয়া হবে। মন্ত্রী বলেন, নতুন শিক্ষা কারিকুলাম চালু হলে শিক্ষা ব্যবস্থার কোন ক্ষতি হবে না।

রবিবার (৮ মে) দুপুরে শেরপুর শহীদ মিনারে শেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আ’লীগ ৭২ বছরের পুরাতন গণতান্ত্রিক রাজনৈতিক দল আমাদের অনেক ইতিহাস আসে আমরা সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করি আগামী সংসদ নির্বাচন সব দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, শেরপুর সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য ফারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং।

শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। সম্মেলনে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: