ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাজধানীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১

আল আমিন | প্রকাশিত: ৫ মে ২০২২ ১৯:৩৭

আল আমিন
প্রকাশিত: ৫ মে ২০২২ ১৯:৩৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজিচালক তৈয়ব আলী (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারচালক ও সিএনজির যাত্রী আহত হয়েছেন। উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) সাহিন আল রশিদ এ তথ্য নিশ্চিত করে।

বৃহস্পতিবার ভোরে উত্তরা ১৩ নম্বর সেক্টর সিঙ্গারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী জামালপুর মেলান্দহ উপজেলার বাসিন্দা। তিনি যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকায় থাকতেন।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) সাহিন আল রশিদ জানান, সিঙ্গারের মোড় এলাকায় ভোরে প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিচালক তৈয়ব মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির যাত্রী ও প্রাইভেটকারচালক। সিএনজি যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই দুটি গাড়ি পুলিশ হেফাজতে আছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: