ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

টাঙ্গাইলে বজ্রপাতে তিন কিশোর নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৪ মে ২০২২ ০০:০২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৪ মে ২০২২ ০০:০২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে নিউ ধলেশ্বরী নদীতে ঈদের নামাজের জন্য গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই স্কুল ছাত্রসহ তিন জন নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক ভূইয়া নিশ্চিত ঘটনাটি করেছেন।

নিহতরা হচ্ছে, হাতিয়া দক্ষিণপপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. আরিফুল (১৪), দশকিয়া বাড়ারিপাড়ার জুলহাস বাড়ারির ছেলে ফয়সাল মিয়া (১৪) ও রাকিব মিয়া।

রাকিব হাতিয়া গ্রামের রাজ্জাক মিয়ার মেয়ের জামাই। আরিফুর ও ফয়সাল দশকিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূইয়া বলেন, সকাল ৭ টার দিকে নিহত তিনজনসহ পাঁচজন বাড়ির পাশের নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। সেখানে বজ্রপাত হলে পাঁচ জনই আহত হয়।

গুরুতর আহত অবস্থায় ফয়সাল, আরিফুল ও রাকিবকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন গ্রামের ফার্মেসীতে চিকিৎসা নিয়ে চলে যায়। নিহত‌দের লাশ বা‌ড়ি আনা হ‌য়ে‌ছে। এই ঘটনায় এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন: