ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দুই বছর পর জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩ মে ২০২২ ২০:০৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩ মে ২০২২ ২০:০৫

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারির দুঃসহ স্মৃতি পেরিয়ে মঙ্গলবার (৩ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে ঈদ এসেছে বাংলাদেশের ঘরে ঘরে, আনন্দের উপলক্ষ হয়ে। গত দুই বছরে চারটি ঈদে জাতীয় ঈদগাহে জামাতও হয়নি।

মঙ্গলবার (৩ মে) দুই বছর পর রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হলো। সকাল ৮টায় শুরু হয়ে নামাজ শেষ হয় ৮টা ৩৭ মিনিটে। এতে ইমামের দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ জামাতে নামাজ আদায় করেছেন।

নামাজের পর ঈদের বিশেষ খুতবা পড়া হয়। মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রধান জামাত।

ঈদ জামাতকে কেন্দ্র করে আশপাশের সড়কে ডাইভারশন দেয় পুলিশ। ফলে মুসল্লিদের কিছুটা পথ হেঁটে মাঠে প্রবেশ করতে হয়েছে। ঈদ জামাতে প্রবেশের মুখে র‌্যাব-পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ নজরদারি ছিল। নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলায় মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেছেন।

সকাল থেকেই ঈদগাহ এলাকায় এবং প্রতিটি গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল। ব্যাগ নিয়ে আসা অনেককেই তারা তল্লাশি করেন। এছাড়াও প্রত্যেককে আর্চওয়ে গেটের মাধ্যমে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: