ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মূল্যবান জিনিসপত্রসহ রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক

আল আমিন | প্রকাশিত: ২ মে ২০২২ ২২:১১

আল আমিন
প্রকাশিত: ২ মে ২০২২ ২২:১১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১ মে) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন।

আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ও মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ফারুক হোসেন জানান, পুলিশ ও ডিবির বিশেষ টিম ছিনতাই প্রতিরোধে কাজ করছে। এরই অংশ হিসেবে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে রবিবার ঈদের আগে ছিনতাই প্রতিরোধে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, ঈদের ছুটিতে রাজধানীর রাতের নিরাপত্তায় অতিরিক্ত ২৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও চুরি-ছিনতাই প্রতিরোধে ডিএমপির ৫০০ টিম কাজ করবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: