ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

টাঙ্গাইলে শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে নৌকা

আল আমিন | প্রকাশিত: ২ মে ২০২২ ০৩:৫০

আল আমিন
প্রকাশিত: ২ মে ২০২২ ০৩:৫০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার নথখোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নৌকাডুবির ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের শঙ্কায় ঘরমুখী মানুষেরা নৌপথে চারটি ইঞ্জিনচালিত নৌকায় গাজীপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। নৌকাগুলো জেলার বাসাইল উপজেলার ঝিনাই নদীর নথখোলা ব্রিজ অতিক্রমকালে পরিত্যক্ত পিলারের আঘাতে একটি নৌকার তলা ফেটে যায়। এতে নৌকাটি তলিয়ে যেতে শুরু করলে যাত্রীরা দ্রুত সাঁতরিয়ে পাড়ে ওঠার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে এসে শিশুসহ শতাধিক ব্যক্তিকে উদ্ধার করেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি জানান, নৌকাডুবির ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে, বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রিপন মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: