
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে দেশের মানুষ এখন বিকল্প শক্তি চায়। এখন জাতীয় পার্টিকেই দেশের মানুষ বিকল্প শক্তি মনে করে ‘
তাই আজীবন গণমানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব বলে জানান জি এম কাদের।
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) তার জন্মদিন উপলক্ষে বনানীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, ‘বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ঢেউ আমাদের দেশেও লেগেছে। দেশের মানুষ এখন রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়।।’
সকাল থেকেই নিজ জন্মদিন উপলক্ষ্যে দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় অভিভূত হন জিএম কাদের।
তার জন্মদিনে শুভেচ্ছা জানান পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সালমা ইসলাম প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা, গোলাম কিবরিয়া টিপু, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মো. শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার, লিয়াকত হোসেন খোকা, এ কে এম সেলিম ওসমান প্রমুখ।
উল্লেখ্য, জিএম কাদের ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সালে তিনবার লালমনিরহাট-৩ নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন । বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন এই নেতা।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: