ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেন থেকে বাংলাদেশিরা পোল্যান্ডে আশ্রয় নেবে

আল আমিন | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৭:০০

আল আমিন
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৭:০০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের প্রতিবেশী দেশ পোল্যান্ডে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সেখান থেকে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। খবর: বিবিসি বাংলা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, আমরা ইউক্রেন থেকে বাংলাদেশিদের আপাতত পোল্যান্ডে নিয়ে আসার নির্দেশ দিয়েছি। সেখানে থেকে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে পোল্যান্ডে বাংলাদেশর দূতাবাস যোগাযোগ রাখছে। দূতাবাসের পক্ষ থেকে হোয়াটঅ্যাপে গ্রুপ করে প্রায় তিনশো বাংলাদেশির সঙ্গে বৈঠক হয়েছে।

শাহরিয়ার আলম জানান, ইউক্রেনে বসবাসরত বিদেশিদের ১৫ দিনের জন্য সাময়িক ট্রানজিট ভিসা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড। আজ বা কালকের মধ্যে তাদের সিদ্ধান্ত কার্যকর হবে বলে আশা করছি। তখন পোল্যান্ডে ঢুকতে পারবেন বাংলাদেশিরা।

প্রতিমন্ত্রী জানান, ইউক্রেনে প্রায় হাজারখানেক বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের অধিকাংশই শিক্ষার্থী। পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তাদের অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হবে।

ইউক্রেন- রুশ উত্তেজনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সব সময় সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের নীতিতে বিশ্বাসী।

শান্তির পথে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান প্রয়োজন। সংশ্লিষ্ট দেশগুলোকে সেই সংলাপের পথে যেতে আহ্বান জানাচ্ছি আমরা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: