ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইলিশ আহরণে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে সরব জেলেপল্লী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ২৩:৪১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ২৩:৪১

ছবি: সংগৃহীত

চরফ্যাশন (ভোলা) থেকে : ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। এ উপলক্ষ্যে পুনরায় নদীতে নামার প্রস্ততি নিচ্ছেন চরফ্যাশনের মেঘনা-তেতুলিয়া নদীর জেলেরা।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম রক্ষায় ১লা মার্চ ২০২২ থেকে আজ ৩০ এপ্রিল ২০২২ পর্যন্ত ৬০ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার।

শনিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পুনরায় ইলিশ ধরা শুরু হতে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, জেলেরা এরই মধ্যে নদীতে নামার প্রস্তুতি সেরেছেন। সরব হয়ে উঠেছে জেলেপল্লীগুলো।

ইলিশ সম্পদ উন্নয়ন-সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, গত ২ মাস দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহণ, মজুদ ও বিনিময় নিষিদ্ধ ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: