ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মনে হয় এবার ঈদ সবার ভালোভাবে কাটবে: ওবায়দুল কাদের

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ২৩:৩৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ২৩:৩৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার কাছে মনে হয় এবার ঈদ সবার ভালোভাবে কাটবে। সড়কের অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো।

শনিবার (৩০ এপ্রিল) সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মহাখালী ও গাবতলী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ মিথ্যা নয়, আমি অভিযোগ অস্বীকার করছি না। আমরা কিছু পরিবহনকে জরিমানা করেছি। আমাদের ম্যাজিস্ট্রেড দায়িত্ব পালন করছেন। তাদের বলবো, এ বিষয়টি আরও বেশি করে নজর দেওয়ার জন্য।

এসময় সড়ক পরিবহন ও পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: