ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চাঁদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

আল আমিন | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ০৩:৫৪

আল আমিন
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ০৩:৫৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুলতান গাজী (৩০) নামে ইজিবাইক চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে শহরের রঘুনাথুর ওয়াবদা রাস্তার মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুলতান গাজী সদর উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সাখুয়া গুচ্ছ গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে।

স্থানীয়রা ট্রাক চালক শহীদুল ইসলামকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

স্থানীয়রা জানায়, নিহত সুলতান ইজিবাইক নিয়ে দুপুরে রঘুনাথপুর ওয়াবদা রাস্তার উপর আসলে দ্রুতগামী একটি ট্রাক ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুলতান মারা যায় এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। ইজিবাইকে থাকা একজন যাত্রী লাফিয়ে রাস্তায় পড়ে যাওয়ায় প্রাণে রক্ষা পায়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: