ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

করোনা পরবর্তী ভারত-বাংলাদেশ সব যোগাযোগ খুলে যাবে: জয়শঙ্কর

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ০৫:৩১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ০৫:৩১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : করোনা পরবর্তী ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের যোগাযোগ খুলে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী ড.এ.কে আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর নিজ নিজ দেশের পক্ষে এ বৈঠকের নেতৃত্ব দেন।

দু’দিনের সফরে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর সোয়া ২টায় ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় এসেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রী ড.এ.কে আবদুল মোমেন জয়শঙ্করকে কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে স্বাগত জানান।

ঢাকায় এসেই বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে দ্বিপক্ষীয় সফরে যাওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন তিনি। বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২১ সালে ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়ই বাংলাদেশ সফর করেছেন। এবার বাংলাদেশের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের একজন নেতার ভারত সফরের কথা রয়েছে। সফরকালে জয়শঙ্কর সে বিষয়েই বলেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: