ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

করোনায় মৃত্যুশূন্য দেশ, নতুন শনাক্ত ১৯ জন

আল আমিন | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ০৩:২৩

আল আমিন
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ০৩:২৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬২২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯ জন। আগের দিন ৫ হাজার ২৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৩ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৮২ হাজার ৭৭৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৬৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৬০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬ জন। শনাক্তের হার দশমিক ৫০ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৪২ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৬৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৪ হাজার ৮২০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৮ শতাংশ।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: