ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২ ২১:১৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২ ২১:১৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- সবজি চাষি তাজু মিয়া (২৫) রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে, সবুজ মিয়া (৩০) একই গ্রামের দুলা মিয়ার ছেলে এবং সোহেল মিয়া (৩৫) একই গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।

বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় যাচ্ছিল। পথে মহেশপুর এলাকায় সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী তাজু ও সোহেল নিহত হন। আহত সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও মারা যান।

গোবিনাদগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান জানান, নিহতরা সবজি নিয়ে পলাশবাড়ী মহেশপুর সবজিহাটে যাচ্ছিলেন। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: