ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, চীনা নাগরিকসহ ৪ জন নিহত

আল আমিন | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২ ০৩:৩৬

আল আমিন
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২ ০৩:৩৬

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ এক বিস্ফোরণে চার জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিন চীনা নাগরিক রয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অনেকে।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, বিশ্ববিদ্যালয় চত্বরে কনফুসিয়াস ইনস্টিটিউটের (চীনা ভাষা শিক্ষা কেন্দ্র) সামনে একটি গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি সাদা মাইক্রোবাসে ভিতরেই বিস্ফোরক ছিল। বিস্ফোরণের পরে দ্রুত এলাকা ঘিরে ফেলে উদ্ধারকারী দল। ওই মাইক্রোবাসে অন্তত সাত থেকে আট জন আরোহী ছিল বলে পুলিশ জানিয়েছে।

করাচির পুলিশ প্রধান মুকাদ্দাস হায়দার সাংবাদিকদের জানিয়েছেন: এখনই বিস্ফোরণ সম্পর্কে খুব বেশি কিছু বলা যাবে না। এই বিস্ফোরণের পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কিনা তদন্ত করে তবেই বলা সম্ভব হবে।

উদ্ধারকারী পরিষেবা এদহি জানিয়েছে, মাসকান চৌরঙ্গির সামনে রাখা হায়েস ভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে।

তবে পুলিশ এখন পর্যন্ত বিস্ফোরণের ধরন সম্পর্কে কিছু জানায়নি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: