
আন্তর্জাতিক ডেস্ক : ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ও অনলাইন মাল্টি প্লেয়ার গেম পাবজি নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তানের তালেবান সরকার।
বৃহস্পতিববার (২১ এপ্রিল) সরকারের তরফে বলা হয়েছে, তরুণরা যাতে বিপথগামী না হয় সেকারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির কোনো টিভি চ্যানেল ‘অনৈতিক’ কোনো কনটেন্ট সম্প্রচার করলে সেগুলোও নিষেধাজ্ঞার আওতায় আসবে বলেও জানিয়েছে তালেবান সরকার।
তালেবানের মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানি বলেছেন তরুণ প্রজন্ম যেন বিপথগামী না হয় তা ঠেকাতে সর্বশেষ নিষেধাজ্ঞা জারি জরুরি ছিল। তবে এটি স্পষ্ট করেননি যে কবে থেকে সেটি কার্যকর হবে। তবে প্রথমবারের মতো ক্ষমতায় বসার পর তালেবান এ ধরনের অ্যাপস বন্ধ করলো।
সম্প্রতি টিকটক ও পাবজি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে আফগানিস্তানজুড়ে। দেশটির বিভিন্ন ধরনের বিনোদন ব্যবস্থা বন্ধ থাকায় এসব অ্যাপস ব্যবহারে আগ্রহ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে গান-বাজনায় নিষেধাজ্ঞা জারি করে তালেবান সরকার। সেসময় তালেবান সরকারের এক মুখপাত্র বলেন, তালেবানদের শাসন চলাকালীন আফগানিস্তানে সংগীতের অনুমোদন থাকবে না। ইসলামে সংগীত নিষিদ্ধ।
আফগানিস্তানে ১৯৯৬-২০০১ পর্যন্ত তালেবান শাসনে সংগীত, টেলিভিশন ও চলচ্চিত্র কঠোরভাবে নিষিদ্ধ ছিল। আইন অমান্যকারীদের ভয়াবহ শাস্তির মুখে পড়তে হত। এরপর তালেবান শাসনের অবসান ঘটলে দেশটিতে ব্যাপক হারে সংগীত চর্চার প্রসার ঘটে। গড়ে উঠে জাতীয় সংগীত প্রতিষ্ঠানও। পুরুষদের পাশাপাশি ব্যাপক হারে নারীরাও অংশ নিতে থাকেন সংগীতে। তবে সেসব সাংস্কৃতিক চর্চায় এখন ভাটা পড়তে শুরু করেছে। সূত্র: বিবিসি।
আপনার মূল্যবান মতামত দিন: