ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভারতে তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি সেলসিয়াস

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২ ২১:১৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২ ২১:১৬

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : গ্রীষ্মের শুরুতেই দাবদাহে বিপর্যস্ত ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল। তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। মাথার উপর গ্রীষ্মের প্রচণ্ড রোদ। বেশ কিছুদিন ধরেই তীব্র গরমে নাকাল ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যের জনজীবন। গরম থেকে রেহাই পেতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না বাসিন্দারা। খবর এনডিটিভির।

শনিবার (১৬ এপ্রিল) ভারতের বেশ কয়েকটি রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাসিন্দারা।

বাসিন্দারা বলছেন, গরমের কারণে সব কাজ থেমে গেছে। কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। সাধারণ মানুষের জন্য এটা খুব কষ্টকর এক পরিস্থিতি। এখানকার বাতাসও গরম। মনে হচ্ছে যেন চুলার মধ্যে আছি। এপ্রিলে আগে কখনো এত গরম পড়েনি। যাতায়াত করতে খুব সমস্যা হচ্ছে। রোদের তীব্রতার কারণে ক্লান্ত হয়ে পড়ছেন সবাই।

দেশটির আবহাওয়া বিভাগ বলছে, রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রে আরও কিছুদিন দাবদাহ অব্যাহত থাকতে পারে। এমনকি পরবর্তী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: