ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ নৌ কর্মকর্তা নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০২

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন কর্মকর্তা ও একজন সৈন্য রয়েছেন।

সোমবার (০৪ সেপ্টেম্বর) গোয়াদর শহরে এ ঘটনা ঘটে। খবর ডনের।

নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারটি গোয়াদরে প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়। সম্ভাব্য কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ সহ-সভাপতি মরিয়ম নওয়াজ হেলিকপ্টার বিধ্বস্তে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া এক্সে (পূর্বে টুইটার) দেয়া এক বার্তায় তিনি নিহত সেনা কর্মকর্তাদের আত্মার শান্তি কামনা করেন।

এছাড়া দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার, জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফও নিহতদের প্রতি শোক প্রকাশ এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: