-2023-08-25-17-11-17.jpg)
আন্তর্জাতিক ডেস্ক : ওয়ালমার্ট, হুগো বস ও ডিজেলের বিরুদ্ধে চীনের সংখ্যালঘু সম্প্রদায় উইঘুরদের জোরপূর্বক শ্রমের অভিযোগ তদন্ত করবে কানাডার করপোরেট ওয়াচডগ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।
ওয়াচডগ জানায়, গত বছর তিন কোম্পানির চীনা সাপ্লায়ারদের বিরুদ্ধে ওঠা শ্রম শোষণের অভিযোগ শিগগিরই খতিয়ে দেখবে তারা। তদন্ত শেষে প্রতিবেদন প্রত্যেকের কাছে পাঠানো হবে বলেও নিশ্চিত করা হয়। মূলত প্রতিষ্ঠানগুলো অভিযোগ অস্বীকার এবং তদন্তে অংশগ্রহণে অস্বীকৃতি জানানোয় আসলো এ ঘোষণা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কোম্পানিগুলো।
চীনের জিনজিয়াং প্রদেশে ১০ লাখের বেশি উইঘুর এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের ওপর জোরপূর্বক শোষণ, শারীরিক নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ রয়েছে প্রশাসনের বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বেইজিং।
আপনার মূল্যবান মতামত দিন: