ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নেপালে ছয় আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ

আল আমিন | প্রকাশিত: ১১ জুলাই ২০২৩ ২০:১৩

আল আমিন
প্রকাশিত: ১১ জুলাই ২০২৩ ২০:১৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:   রাজধানী কাঠমাণ্ডু যাওয়ার পথে নেপালে ছয় আরোহীসহ নিখোঁজ হয়ে গেছে একটি হেলিকপ্টার। নেপালের বেসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। চপারটিতে ক্যাপ্টেন ছাড়াও পাঁচজন পর্যটক ছিলেন। তাদের কাঠমাণ্ডুতে নামার কথা ছিল।

তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল বলেন, “চপারটি সোলুখুম্বু থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে উড়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সকাল ১০টা নাগাদ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।”

সূত্রের খবর, স্থানীয় সময় সকাল ১০টা ১২ মিনিটে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে শেষ বার যোগাযোগ হয়েছিল চপারটির। তারপর থেকে আর কোনও খোঁজ নেই।

জানা গেছে, একজন ক্যাপ্টেন হেলিকপ্টারটি চালাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন পাঁচজন বিদেশি পর্যটক। তারা কোন দেশের নাগরিক তা এখনও স্পষ্ট নয়।

নেপালের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ হেলিকপ্টারটিকে খুঁজতে ইতোমধ্যেই কাঠমাণ্ডু থেকে আরও হেলিকপ্টার রওনা দিয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত সেটির খোঁজ পাওয়া যায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বিজনেস টুডে, ডেকান হেরাল্ড, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: