
আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন আইনি বাধা এবং প্রক্রিয়াগত চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিন মাসের মধ্যে সাধারণ নির্বাচন পরিচালনা করতে অপারগতা প্রকাশ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। সুত্র : দ্য ডন।
ইসিপি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, সাধারণ নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তত ছয় মাস সময় প্রয়োজন। খাইবার পাখতুনখাওয়াসহ বিভিন্ন এলাকায় নতুন করে নির্বাচনী সীমানা নির্ধারণ করতে হবে। কারণ ২৬তম সংশোধনীর আওতায় পাখতুনখাওয়ায় নির্বাচনী আসন বেড়েছে। জেলা ও নির্বাচনী আসনের সঙ্গে সংগতি রেখে ভোটার তালিকা হালনাগাদ করাও বড় চ্যালেঞ্জ।
এ নির্বাচনী কর্মকর্তা মনে করেন, নির্বাচন সামগ্রী সংগ্রহ, ব্যালট পেপার প্রস্তুত করা এবং ভোট গ্রহণের জন্য কর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণের বিষয়গুলোও বড় চ্যালেঞ্জ।
ইতোমধ্যে আগামী ২৯ মে বেলুচিস্তানে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে পাঞ্জাব, সিন্ধু ও ইসলামাবাদেও। ইসিপির ঊর্ধ্বতন এ কর্মকর্তা বলছেন, এ অবস্থায় সাধারণ নির্বাচন আয়োজন করতে হলে স্থানীয় নির্বাচনের পরিকল্পনা বাতিল করতে হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিরোধী দলগুলো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের ওপর ঝুলে আছে ইমরান খানের ভাগ্য। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক চালকে ‘গণতন্ত্র উৎখাত’ হিসেবে আখ্যায়িত করেছে দেশটির শীর্ষ ইংরেজি দৈনিক ডন।
এদিকে পার্লামেন্ট বিলুপ্ত হওয়ায় ইমরান খান এখন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন বলে জানিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ বিভাগ। তবে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি বলছেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী ইমরানই দায়িত্বে থাকবেন। যদিও এ নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে।
পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে সাড়া দিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভি সংসদ ভেঙে দেওয়ায় দেশটিতে খুলে গেছে নতুন জাতীয় নির্বাচনের পথ।
রবিবার (৩ এপ্রিল) পাকিস্তান জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পরপরই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়ে দিয়েছে, আগামী নির্বাচন হবে ৯০ দিনের মধ্যে। শিগগিরই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করার কথাও জানিয়েছে দলটি।
আপনার মূল্যবান মতামত দিন: